spot_img
More
    Homeখেলাধুলাকিশোরীরাও ফুটবলে আগ্রহী হয়ে উঠেছে

    কিশোরীরাও ফুটবলে আগ্রহী হয়ে উঠেছে

    ফুটবল এদেশে খুব জনপ্রিয় হলেও আমাদের ফুটবলের অবস্থা খুবই শোচনীয়।বিশ্বকাপ ফুটবলের উন্মাদনায় আমরা যতটা মেতেছিলাম বিশ্বে বিরল।

    ফুটবলের অগ্রগতির লক্ষ্য নিয়ে শুরু হয়েছে বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব গোল্ড কাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট ২০১৮।

    এরই ধারাবাহিকতায় মানিকগঞ্জের কিশোরীরা মেতেছিল।উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক এবং মানিকগঞ্জের এমপি নাঈমুর রহমান দুর্জয়।

    কিশোরীদের মাঝে ফুটবলে কিক করছেন নাঈমুর রহমান দুর্জয়

     

    আমরা জানি যদি আমাদের কিশোর কিশোরীদের সুযোগ করে দেওয়া যায় তবে তারাও একদিন ভালো মানের ফুটবলার হয়ে উঠবে। যেমনটি ক্রিকেটে হয়েছে।

     

    বর্তমানে সারা দেশেই ফুটবলের প্রতি ভালোবাসার জোয়ার উঠেছে।এটি ধরে রাখতে পারলে এবং সহযোগিতা পেলে উন্নতি সম্ভব।

    বর্তমানে আমাদের ক্রিকেট যে স্তরে পৌছেছে তাতে আমরা সেরা দশটি দলের একটি।একই ভাবে ফুটবলেও এটা সম্ভব হবে।

    কিশোরীদের সাথে নাঈমুর রহমান দুর্জয়

    আমাদের শুধু এ লক্ষ্য নিয়ে কাজ করতে হবে।আমরা দেখেছি ফুটবলে আমাদের মেয়েরা বিশেষ করে কিশোরীরা বেশ ভালো করছে।

    কলসিন্দুরের কিশোরী ফুটবলারদের কথা নিশ্চই মনে আছে সবার। দেশের বাইরে গিয়ে বিশেষ করে মালয়েশিয়াতেও তারা অনেক ভালো ফুটবল খেলেছে।

    এর প্রধান কারণ ওদের আত্মবিশ্বাস।ওরা ভালো খেলে কিন্তু যদি ভালো সাপোর্ট না পায় তাহলে ওদের প্রতিভা বিকশিত হবে কি করে?

    বঙ্গমাতা শেখ ফজিলাতুননেসা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট এ ক্ষেত্রে কিশোরীদের সহায়ক ভূমিকা পালন করছে।

    এভাবে প্রতিটি স্কুলে যখন খেলার প্রচলন হবে তখন গোটা দেশ থেকে আমরা নিশ্চই সেরা সেরা প্রতিভা বাছাই করতে পারবো।

    ভবিষ্যতে এরাই আমাদের দেশকে এগিয়ে নিয়ে যাবে।

    ছবিঃ এম এ আকাশ।


    আরও পড়ুনঃ

    ছোটদেরবন্ধু
    ছোটদেরবন্ধুhttps://www.chotoderbondhu.com
    সুন্দর আগামীর স্বপ্ন দেখতে দেখতে জীবনের এক একটি দিন পার করা।সেই ধারাবাহিকতায় ছোটদেরবন্ধু গড়ে উঠছে তিল তিল করে।
    RELATED ARTICLES

    Most Popular